ঘন কুয়াশায় একসঙ্গে ৭ গাড়ির ধাক্কা

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১২:৩৪ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১২:০৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি গাড়ি। এসব যানের মধ্যে রয়েছে একটি ট্রাক, পাঁচটি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার সকাল সাড়ে সাতটার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনির (রেলিং) সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা পাঁচটি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগে। দুর্ঘটনায় শেষের প্রাইভেটকারটির সবচেয়ে বেশ ক্ষতি হয়। এই দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়।

এদিকে দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :