গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি সর্দার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বলো সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনি গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামের আইয়ুব আলী সর্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বর্নি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ির রেইনট্রি গাছ কাটতে গাছে চড়েন রনি। এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় সে গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে। এলাকাবাসী দেখতে পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনে ফোন করলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এসময় গোপালগঞ্জ ফায়ার স্টেশনও তাদের সহযোগীতা করে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা উপস্থিত থেকে উদ্ধার কাজের তদারকি করেন।

পরে রনিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার ইয়ার আলী মুন্সী ইসিজি ও অন্যান্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা