বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে মার্কেটে ভয়াবহ আগুন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ১২:১৫
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার সেতু পূর্ব এলাকার পাথাইলকান্দি বাজারের হাজি মার্কেটে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় টিভি, ফ্রিজ, জুতার দোকানসহ ৫টি দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

হাজি মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইব্রাহীম আকন্দ জানান- ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাসায় ফেরার সময় হাজি মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান।

এরপর মুহূর্তেই আগুন পাশের আমার দোকানে ছড়িয়ে পড়ে। এতে আমার ৪টি দোকানে টিভি, ফ্রিজ ও প্লাস্টিক ফার্নিচারে আগুন ধরে সব ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আরেক দোকান আংশিক পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাসায় ফেরার সময় হাজি মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে তারা ভূঞাপুর ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার মো. একাব্বর আলী ঢাকা টাইমসকে জানান, 'বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে টিভি, ফ্রিজ, জুতার দোকানসহ ৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় সব মিলিয়ে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা