হাজি সেলিমের সাজা বহাল থাকবে কিনা জানা যাবে সকালে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেয়া ১৩ বছর কারাদণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমের আপিল আবেদনের বিষয়ে রায় দেবে হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করবে। রায়ের জন্য মামলাটি আদালতের কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
২০০৯ সালের অক্টোবরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে তার সাজা বাতিল করে হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক।
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।
রায়ের পূর্বে কোনো মন্তব্য করতে রাজি না হলেও হাজি সেলিমের সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
অন্যদিকে হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, আমাদের আপিল গৃহীত হবে। তিনি খালাস পাবেন।
ঢাকাটাইমস/৯মার্চ/এমআর
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

আইনজীবী মুক্তির সঙ্গে পুলিশের আচরণ অসৌজন্যমূলক: ঢাকা আইনজীবী সমিতি

অক্সিজেন সংকট আছে কি না পর্যবেক্ষণ করবো: হাইকোর্ট

এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধে রুল

ভোটার তালিকা সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে এফবিসিসিআইকে নির্দেশ

ভার্চুয়াল কোর্ট বৃদ্ধির দাবিতে মঙ্গলবার আইনজীবী সমাবেশ

মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে সমাজচ্যুতির ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশ

ইবাদতে বিঘ্ন ঘটার অভিযোগ মামুনুলের

পুলিশ-ডাক্তার বিতণ্ডা: হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

মামুনুল হক ৭ দিনের রিমান্ডে
