এক সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে: মেয়র তাপস

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:০৮ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২১, ১৯:৩৯

আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মশা পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে নগরবাসীকে আশ্বাস দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, এরই মধ্যে মশক নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটির মশা পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। ঢাকার মানুষ মশারি ছাড়াই ঘুমাতে পারবে।’

শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, ‘দায়িত্ব পাওয়ার পরই ডেঙ্গু মোকাবিলা করেছি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সফলভাবে ডেঙ্গু মশককে নিধন করতে পেরেছি। গত এক সপ্তাহ আগে মশা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এখন যে মশা বৃদ্ধি হয়েছে, সেটা কিউলেক্স মশা। সেই কিউলেক্স মশার ব্যাপারেও আমাদের কর্মপরিকল্পনা ঢেলে সাজিয়েছি।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে মেয়র বলেন, বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করা হচ্ছে। আগামী বর্ষার আগে এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবো। সাথে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

‘প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ঢাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে’-যোগ করেন মেয়র।

জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, সিটি করপোরেশনের কর্মকর্তারা, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ডিএসসিসির সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিররা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :