সভাপতিকে বহিষ্কার করে সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৬:২৯

বরগুনার তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাও. ইউসুফ আলীকে বহিস্কার করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্বাচনের জন্য ছাইদুর রহমাএক আহ্বায়ক ও মস্তফা কামালকে সদস্য সচিব করা হয়।

শনিবার সকাল ১০টায় তালতলী সাংবাদিক ইউনিয়নের কার্য-নির্বাহী সদস্য-১ জসিম উদ্দিনের সভাপত্বিতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাংগঠনিক সূত্রে জানা যায়, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মাওলানা মো. ইউসুফ আলী বিভিন্ন সময় সংগঠনবিরোধী কার্যকালাপ করে আসছেন। বার বার সংগঠনের স্বার্থে তাকে সর্তক করা হয়। কিন্ত তিনি সেসব তোয়াক্কা না করে সংগঠনবিরোধী কার্যকলাপ করে আসছেন।

অভিযুক্ত মাওলানা মো. ইউসুফ বলেন, যারা এই সিদ্ধন্ত নিয়েছেন তারা পত্রিকাবিহীন সাংবাদিক। আমি বহিষ্কার ও আহ্বায়ক কমিটি হয়েছে কি না সেটা জানি না। বাকি সদস্যদের নিয়ে আমি সাংবাদিক ইউনিয়ন চালাবো।

তিনি বলেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউল হক জোবায়েরকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। সময় হলে বহিষ্কারের চিঠি দেখানো হবে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :