সিংড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২১, ১৮:৩২

‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ এই স্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় চলনবিলের পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এই সভার আয়োজন করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’।

সভায় ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন- সিংড়া পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় সাহা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস-সাদিক, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমুখ।

সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন এবং চলনবিলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পাখি রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :