মামুনুল বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:১৯ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৭:০১
মাওলানা মামুনুল হক (ফাইল ছবি)

আলোচিত নেতা মাওলানা মামুনুল হক বিষয়ে হেফাজতে ইসলাম বৈঠকে বসেছে বলা হলেও সেই বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলে দাবি করেছেন হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী।

রবিবার বিকালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের বৈঠক শেষে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন বাবুনগরী। এ সময় হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

লকডাউনেও কওমি মাদ্রাসা বন্ধ না করা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন বিষয়ে সভার সিদ্ধান্তের কথা জানান সংগঠনের কেন্দ্রীয় আমির। এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন মাওলানা মামুনুল হক বিষয়ে।

এ সময় বাবুনগরী বলেন, ‘আজকের বৈঠকে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো আলোচনা করিনি।’ এ সময় সাংবাদিকরা মামুনুল হকের ব্যাপারে হেফাজতের বক্তব্য জানতে চাইলে বাবুনগরী বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।’

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন স্থানীয় কিছু মানুষের দ্বারা। তিনি তখন দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে হেফাজতে ইসলামের সমর্থকেরা ব্যাপক তাণ্ডব চালিয়ে মামুনুল হককে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এরপর থেকে তুমুল আলোচনা-সমালোচনায় পড়েন মামুনুল হক। আরও কিছু নারীঘটিত বিষয় প্রকাশ হলে ভেতরে-বাইরে থেকে দাবি উঠে, তাকে হেফাজতের পদ থেকে সরিয়ে দিতে। আজকের বৈঠকে হেফাজতের আলোচিত এই নেতার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি স্বপদে বহাল রইলেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :