রামপুরায় নারীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৮:৫৪

রাজধানীর রামপুরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মুনা আক্তার ওরফে মুনা মোহাম্মদ নামের এক নারীকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী নারী মুনা মোহাম্মদ জানান, গত ৯ এপ্রিল বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি স্থানীয় বৌ-বাজারের তার বন্ধু পপির কাপড়ের দোকানে বসেছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিউটি বেগম নামের এক নারী সেখানে প্রবেশ করে মুনাকে মারধর করেন এবং তার ব্যাগে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হুমকি দিতে দিতে চলে যান। এ ঘটনা রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদকে জানালে তিনি উপপরিদর্শক (এসআই) মারুফকে পাঠান, তিনি ঘটনার সত্যতা পান। পরে মুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত নয়টার দিকে রামপুরা থানায় মামলা করতে গেলে মারুফ মামলা নিতে অস্বীকৃতি জানিয়ে জিডি করতে বলেন।

ঘটনা প্রসঙ্গে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মারুফ জানান, তুচ্ছ একটি ঘটনায় দুই নারীর মধ্যে মারামারি ও চুলাচুলির ঘটনা ঘটেছে। আমি উপস্থিত থাকাকালীন কেউ টাকা ছিনিয়ে নেয়ার কোনো ঘটনার কথা বলেনি। এটা মামলা হওয়ার মতো কোনো বিষয় নয়, তবে উভয় পক্ষের জিডি নেয়া হয়েছে ও তা আদালতে পাঠানো হয়েছে। আদালত যে নির্দেশনা দেয় তাই করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :