বগুড়ায় ট্রাকচাপায় অ‌টো যাত্রী নিহত, আহত ৩

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ২২:৪১
অ- অ+

বগুড়ার শেরপুরের ট্রাকচাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক অ‌টোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। নিহত মিজানুর রহমান শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার দশমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা শেরপুর যাচ্ছিল। দশমাইল এলাকায় ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিজানুর রহমান মারা যান এবং অন্য তিনজন আহত হন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় এবং নিহতের মরদেহ পু্লিশের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা