স্বাস্থ্যবিধি লঙ্ঘন: আড়ংকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ১৮:০৩| আপডেট : ০৬ মে ২০২১, ১৮:৪১
অ- অ+

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রাজধানীতে পোশাক বিক্রয় প্রতিষ্ঠান আড়ংয়ের একটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ক্রেতা থাকায় এ জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটির আসাদগেট শাখাকে।

বৃহস্পতিবার বিকালে এ জরিমানা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটির নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। আড়ংয়ের এখানে ধারণক্ষমতার চাইতে বেশি লোক ঢুকেছে। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছে। আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর যদি না মানে তাহলে আড়ং বন্ধ করে দেয়া হবে।'

আড়ং কর্তৃপক্ষ জানায়, তারা মাস্ক পরেই স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রেখেছে। কিন্তু ক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, 'নিষেধ করা সত্ত্বেও অনেকে চলে আসেন। একজন ক্রেতার সঙ্গে তিনজন, চারজন করে চলে আসেন। আমরা চেষ্টা করেও মানাতে পারছি না।'

জরিমানা গুনে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা করপোরেশনের নির্দেশনা মেনে চলবে।

(ঢাকাটাইমস/৬মে/কারই/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা