কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১৬:২৯
অ- অ+

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আলম ওই গ্রামের এক চায়ের দোকানের কর্মচারী।

এ ঘটনায় ওই কন্যা শিশুর মা শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করেন। পরে শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শিশুটির পরিবারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে চা কর্মচারী আলম। তিনদিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি কন্যা শিশুটি। পরে প্রচণ্ড ব্যাথা ও রক্তপাত হওয়ায় গত রাতে মাকে সব ঘটনা খুলে বলে সে। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির মা শহরে দর্জির কাজ করেন। তার বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকেন। শিশুটি চর সিতাইঝাড়ে নানা-নানীর সঙ্গে থাকে। ঘটনার দিন শিশুটির নানা-নানী তাকে বাড়িতে রেখে রাস্তায় মাটির কাজ করতে যায়। এ ফাঁকে তাদের বাড়ি সংলগ্ন চায়ের কর্মচারী আলম শিশুটিকে ধর্ষণ করে।

(ঢাকাটাইমস/৭মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা