নোয়াখালী জেনারেল হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারীদের ধর্মঘট

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ২২:০৯
অ- অ+

বেতন-ভাতার দাবিতে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে তারা অবস্থান করে। পরে কর্তৃপক্ষ দ্রুত বেতন-ভাতাদি দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা আপাতত আন্দোলন স্থগিত করেন।

আন্দোলনকারীরা জানান, ঠিকাদারের অধীন হাসপাতালে ২০ জন কর্মরত থাকার কথা থাকলেও চাকরি করছেন ৭০ জনের বেশি। ফলে তারা নির্দিষ্ট ১৬ হাজার ১৩০ টাকা বেতন পাওয়ার কথা থাকলেও বেতন পাচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। এ টাকাও গত ১২-১৩ মাস পর্যন্ত পাচ্ছেন না তারা। যার কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তারা কর্মবিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন।

এ বিষয়ে ঠিকাদার আল মাহমুদ হোসেন রোমেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন পর্যন্ত বেতন না দেওয়ায় তিনি কর্মচারীদের টাকা দিতে পারছেন না। তবে ঈদের পরপরই বকেয়া বেতনগুলো সম্পূর্ণ দিয়ে দিবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা