নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৮:১৩| আপডেট : ১৮ মে ২০২১, ১৯:১২
অ- অ+
ফাইল ছবি

ঘণ্টাখানেকের ব্যবধানে নেত্রকোণার চারটি উপজেলায় বজ্রপাতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের সবাই হাওরে ফসল তোলার কাজ করছিলেন।

মঙ্গলবার বিকালে জেলার কেন্দুয়া, খালিয়াজুরী, মদন ও পূর্বধলা উপজেলায় এসব ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ, খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান, মদন থানার ওসি ফেরদৌস আলম ও পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে কেন্দুয়ায় দুজন, খালিয়াজুড়ির তিনজন, মদন উপজেলার দুজন এবং পূর্বধলায় একজন।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ (৪২), কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন(২৮), মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮) এবং পূর্বধলার ধলামূলগাঁও গ্রামের স্কুলছাত্র জুনায়েদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে হঠাৎ বৃষ্টিপাতের সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হয়। এসময় নিহত ব্যক্তিরা নিজ নিজ এলাকার হাওরে কাজ করছিলেন। বজ্রপাতের কবলে পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন।

(ঢাকাটাইমস/১৮মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা