হাতিয়ায় নিষিদ্ধ সময়ে মাছ ধরায় ১৩ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০২১, ১৪:৩৪ | প্রকাশিত : ২৪ মে ২০২১, ১৪:২৭

নির্দেশ অমান্য করে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ফিসিং ট্রলার ও মাছ জব্দ করা হয়।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢালচর এলাকার পশ্চিম মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে অর্থদণ্ড ও পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তারা হলেন- বরিশাল জেলার পাতারহাট উপজেলার কালাম আওন, বাদল খাঁ, বাদশা, জাহাঙ্গীর খাঁ, দুলাল শেখ, ইব্রাহিম হাওলাদার, মায়েব হোসেন, হোসেন, রুহুল আমিন হাওলাদার, ইউসুফ হাওলাদার, আক্তার মুন্সি, নোমান শিকদার ও মাইদুল শিকদার।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা একরাম উল্যাহ জানান, মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ৬৫ দিনের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নিয়মিত নদীতে টহল দিচ্ছে নৌ-পুলিশ। টহলকালে রবিবার বিকালে নদীতে মাছ ধরার সময় ১৩ জেলে ও মাঝি-মাল্লাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আটজনকে আট হাজার টাকা করে জরিমানা ও পাঁচজনের মুচলেকা নেন নির্বাহী হাকিম সজিব কান্তি রুদ্র।

(ঢাকাটাইমস/২৪মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :