বাগেরহাটে করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ৫৭

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুন ২০২১, ১৩:৩১ | প্রকাশিত : ০৬ জুন ২০২১, ১২:৫১

বাগেরহাটের মোংলা উপজেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১৫৪ জনের নমুনা পরীক্ষায় আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জন মোংলার।

গত তিন মাসে এ জেলায় ২০ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা সুব্রত দাস বলেন, গত ২৪ ঘন্টায় জেলার পাঁচ উপজেলার ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের করোনা পজেটিভ। যার মধ্যে মোংলার ৩৪ জন, মোরেলগঞ্জে নয়জন, ফকিরহাটের আটজন, বাগেরহাট সদরের চারজন এবং মোল্লাহাটের দুইজন। বর্তমানে বাগেরহাট জেলার ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৮ মার্চ থেকে ৬৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২০ জনের।

তিনি আরও বলেন, ‘এলাকার অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। তবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার জন্য ভ্রাম্যমাণ আদালত ও চেকপোস্ট বসানো হয়েছে। জেলাজুড়ে যাতে করোনা সংক্রমণ বিস্তারলাভ না করতে পারে সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে।

(ঢাকাটাইমস/৬জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :