ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২২:৩২
অ- অ+

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোর দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন আফসার উদ্দিন ও আব্বাস উদ্দিন। তারা শহরের টানবাজার সুতার গলিতে লেবারের কাজ করেন।

শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমানা গামেন্টস সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী কাভার্ডভ্যানসহ চালক রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে ও আব্বাস উদ্দিন একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবউজ্জামান জানান, অটোরিকশাচালক দুইজন যাত্রী নিয়ে পঞ্চবটির দিকে যাচ্ছিল। আমানা গার্মেন্টেসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডাভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। পরে অটোরিকশাচালক ও অন্য যাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করে এবং চালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকজন পুলিশকে অবগত না করে মরদেহ বাড়িতে নিয়ে যায়। দুর্ঘটনায় এলাকাবাসী চালকসহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা