বেনাপোলে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৯:১৬
অ- অ+

বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে। আটক গাঁজার দাম ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে বেনাপোল দীঘিরপাড় বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দীঘিরপাড় গ্রামের জমাত আলীর ছেলে জামাল হোসেন (৪৩), একই গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাস (৩০) ও মানকিয়া গ্রামের মৃত রওশান আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন একটি খবর আসে কয়েকজন মাদক বিক্রেতা মাদকের একটি বড় চালান নিয়ে বেনাপোলের দীঘিরপাড় গ্রামের বাইপাস সড়কে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছে থাকা ছয় কেজি গাঁজাও উদ্ধার করা হয়। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা