কুড়িগ্রামে রাস্তার ইট খুলে নিলেন আ.লীগ নেতা

মমিনুুল ইসলাম বাবু,কুড়িগ্রাম
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২১, ২১:৫৪

কুড়িগ্রামের চিলমারীতে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা সরকারি রাস্তার এবং কালভার্টের ইট খুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামের মানুষ।

লিখিত অভিযোগকারী মাসুদ রানা বলেন,আয়নাল মাস্টার দলীয় প্রভাব দেখিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। সে ক্ষমতা প্রদর্শন করে সাধারণ মানুষকেভয়ভীতি প্রদর্শন করাসহ মামলা-মোকদ্দমার হুমকি দিয়ে থাকেন। ফলে স্থানীয় অনেকেই প্রতিবাদ করার সাহস পায় না।

এই বিষয়েরাণীগঞ্জ ইউয়িনয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুটিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হক বলেন,কালভার্টটি অকেজো হয়ে পরে থাকায় আমি সেটি ভেঙেছি। কিছু ইটও সরানো কথা স্বীকার করেন তিনি। তবে সরকারি চাকুরিতে থাকার সময়ে দলীয় পদে থাকার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারআবু সালেহ বলেন,প্রাইমারির শিক্ষকরা দলীয় কোন পদে থাকতে পারেন না। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

উপজেলা প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানা নেই। তারপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :