মানিকগঞ্জে আরও ৯১ জনের করোনা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২১, ১৫:৫৭
অ- অ+

মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নতুন করে আরো ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট তিন হাজার ৯৩ জনে।

সোমবার সকাল ১০টার দিকে জেলা সিভিল সার্জন অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ২৭০ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৯১ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৩৮ জন, সাটুরিয়ার নয়জন, দৌলতপুরের তিন জন, ঘিওরে নয়জন, হরিরামপুরের তিন জন, সিংগাইরের ২০ জন ও শিবালয়ের নয়জন রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জে বর্তমানে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। গত কয়েকদিন ধরেই গড়ে ৫০/৫৫ জন করে করোনায় আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন. ‘লকডাউনের মধ্যেও যদি এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকে তাহলে মানিকগঞ্জের অবস্থা খুব ভয়াবহ হবে। এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে হবে।’

জেলায় এ পর্যন্ত ৫৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৩৭ জন।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা