পাটুরিয়ায় ১৫ ফেরি দিয়ে চলছে পারাপার

মানিকগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৪:২২ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২১, ১৩:৫২

বিধিনিষেধ শিথিলের প্রথমদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।

ফেরি সচল এবং নদী শান্ত থাকায় পারাপারে ভোগান্তি নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।

তিনি জানান, ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে দূরপাল্লার বাস, জরুরি পণ্য ও পশুবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। নাব্য সংকট না থাকায় ফেরি পারাপারেও অল্প সময় লাগছে। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক আটকা থাকলেও বাসের চাপ নেই। বাস ঘাটে আসা মাত্রই পাড় হয়ে যাচ্ছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে। তবে, লঞ্চঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :