মিসরাইয়ের পাঁচ শতাধিক অসহায় পরিবারের পাশে বিএসআরএম

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২১, ২১:৫৯

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের মিসরাইয়ের পাঁচ শতাধিক অসচ্ছল, কমর্হীন পরিবারের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে মিরসরাই সোনাপাহাড়স্থ বিএসআরএম-এর কারখানায় মিরসরাই অ্যাসোসিয়েশন-চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর এসব উপহার সামগ্রী তুলে দেন বিএসআরএম-এর ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাশিম চৌধুরী, বিএসআরএম-এর ম্যানেজার (মানবসম্পদ) জামাল হোসাইন, সহ-ম্যানেজার (এডমিন) জামাল উদ্দিন, সহ-ম্যানেজার (সিকিউরিটি) মো. ফয়েজ উল্লাহ প্রমুখ।

এ সময় ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, দেশব্যাপী করোনাভাইরাসে বিপদগ্রস্ত ও সহায়হীন মানুষের পাশে দাঁড়ানোকে বিএসআরএম ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :