এরা সাধারণ মানুষকে পোকামাকড় মনে করে

আরিফ জেবতিক
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১৬:১৮| আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:৩৮
অ- অ+

১৭৮৯ সালে ফ্রান্সে চলছিল নিদারুণ অর্থনৈতিক দুর্যোগ। ক্ষুধার্ত মানুষ এক টুকরো রুটির অভাবে পথে-ঘাটে হাহাকার করছিল। ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের স্ত্রী ম্যারি যখন শুনলেন লোকজন রুটি পাচ্ছে না, তখন তিনি খুব অবাক হয়ে বলেছিলেন, ‘ওমা, তাইলে ওরা কেক খাচ্ছে না কেন?' “Qu’ils mangent de la brioche”!

এই অবিবেচক কথার জন্য সম্রাজ্ঞী তখন জনমানুষের ঘৃণার প্রতীক হয়ে গিয়েছিলেন। আজও তার এই নিষ্ঠুর উক্তিটি সোয়া দুইশ বছর পেরিয়েও জনসম্পৃক্ততাহীন শাসক গোষ্ঠীর উপমা হিসেবে উল্লেখ করা হয়।

জনপরিবহন বন্ধ রেখে গার্মেন্ট কারখানা খুলে দেওয়া একই ধরনের অবিবেচক, নিষ্ঠুর একটি সিদ্ধান্ত। মানুষকে যারা পোকামাকড় মনে করে এরা সাধারণ মানুষের দুর্ভোগ, কষ্ট নিয়ে মোটেও ভাবে না। অথবা এরা আসলে একটির সাথে যে আরেকটি সম্পর্কযুক্ত, প্রত্যেকটি সিদ্ধান্তেরই যে প্রত্যক্ষের পাশাপাশি পরোক্ষ বড় প্রভাব আছে, সে সম্পর্কে কিছুই জানে না।

সারাদিন ধরে হাজার হাজার গার্মেন্ট শ্রমিক যে অমানবিক কষ্ট ও দুর্ভোগ পোহালেন, এজন্য দায়ী প্রত্যেকটা সিদ্ধান্তদাতার উচিত এদের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া।

লেখক: সাংবাদিক ও লেখক

ঢাকাটাইমস/২আগস্ট/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা