চলনবিলে প্রশাসনের অভিযানে পাঁচ বানার বেড়া অপসারণ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ২১:৪৭
অ- অ+

নাটোরের সিংড়ার চলনবিলে প্রশাসনের অভিযানে পাঁচটি বানার বেড়া অপসারণ ও নয়টি সোঁতি-ভাদাই-চায়না দুয়ারি জাল আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে ইউএনও এমএম সামিরুল ইসলামের নির্দেশে বড়িয়া খাল, নাগরনদী ও চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রকিবুল হাসান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, চলনবিলে কারেন্ট জালে মাছ শিকার হচ্ছে শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে ইউএনও’র নির্দেশে বড়িয়া খাল, নাগরনদী ও চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বড়িয়া খাল, জেলারবাতা এলাকা থেকে ৩টি সোঁতিজাল ও ৫টি বানার বেড়া অপসারণ এবং নাগর নদী থেকে ৪টি ভাদাইজাল ও ২টি চায়না দুয়ারি জাল আটক করা হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ এলাকার জনসাধারণ।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা