হাসপাতালে সেবা নিতে এসে ছিনতাইকারীর কবলে নারী

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৮
অ- অ+

ডাক্তার দেখাতে এসে অপেক্ষায় থাকাবস্থায় গলার স্বর্ণের চেইন কৌশলে ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পুলিশ ১৮ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

আটকরা হলেন- সামছুন্নাহার এবং নিলুফা বেগম।

হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর মারুলিয়াপাড়ার জালালউদ্দিন বেপারীর স্ত্রী আম্বিয়া বেগম (৫৫) বুধবার দুপুরে তার পুত্র সেলিম বেপারী ও কন্যা হামিদাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের ডাক্তার মামুনুর রহমানের সেবা প্রার্থী বেশি হওয়ায় তারা নিবন্ধন করে চেম্বারের সামনে অপেক্ষা করছিলেন। এসময় অনেক লোকের ভিড়ের মাঝে কালো বোরকা পরা দুই মহিলা আম্বিয়া বেগমের গলার চেইন টান দিয়ে ছিঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করেন। টের পেয়ে আশপাশের লোকজন সামছুন্নাহার এবং নিলুফা বেগমকে আটক করে। পরে আম্বিয়ার পুত্র সেলিম বেপারী বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন।

থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা