বাবুল বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছেন:বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাবুল। যে দল তাঁর উপরে আস্থা রেখেছিল তার সঙ্গেও প্রতারণা করেছেন। বাবুলের দলত্যাগে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র শমীক ভট্টাচার্য।

শনিবার শমীক ভট্টাচার্য বলেন, ‘মানুষের সেবা করার জন্য সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না বলেছিলেন। নাটকীয়ভাবে তৃণমূলে যোগ দিলেন। আসানসোলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল আস্থা রেখেছিল। দলের সঙ্গেও প্রতারণা করেছেন। নিজের ভাবমূর্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করলেন।’

কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়াতেই বাবুল বিজেপি ছাড়লেন বলে মনে করেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘সাংসদ, বিধায়ক বা মন্ত্রী হয়েই মানুষের কাজ করতে হবে এটা কোনও সুস্থ, স্বাভাবিক রাজনীতির লক্ষণ হতে পারে না। সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিলে ভালো হত।’

আসানসোল সাংসদ তৃণমূলে গেলে দলে কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেন বিজেপির মুখপাত্র। তাঁর বক্তব্য, ‘১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে গড়া দল বহু উত্থান-পতনের সাক্ষী। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ২৪২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ২টিতে জিতেছিল বিজেপি। সেখান থেকে এই জায়গায় এসেছে দল। আসানসোলের ভোটে বিজেপি প্রার্থীই জিতবেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বিজেপির দুবারের মন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গের রাজনীতিক ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের পতাকা হাতে তুলে নেন।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার কয়েকশ

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়: শি জিনপিং

গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :