রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৪

সিরাজগঞ্জে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহনপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকার ৩২নং রেল সেতুর পাশে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়ার স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় আসার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রফিকুল ইসলাম আরও বলেন, ট্রেনটি আনতে একটি লাইট ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। লাইট ইঞ্জিন দিয়ে ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনে নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :