কমিউটার ট্রেনে ছিনতাই ও হত্যার ঘটনায় মামলা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২

ঢাকা থেকে জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে ছিনতাই ও দুইজনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার একদিন পর শুক্রবার রাতে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলাটি করেন ডাকাতের ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনতে পারব।

গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার ওয়াহিদের ছেলে নাহিদ মিয়া ও জামালপুর শহরের বাগেড়হাটা বটতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে সাগর নিহত হয়।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :