‘মানিকে মাগে হিতে’ গেয়ে সমালোচিত ইমন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১২:৩৪
অ- অ+

রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেই মূলত পরিচিত ওপার বাংলার গায়িকা ইমন চক্রবর্তী। তিনি কি না গাইলেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’! নেটপাড়ার একাংশ এই ভিডিও দেখেই ছি ছি করে উঠল! যদিও ইমনের গাওয়া সেই গানের প্রশংসাও কম হয়নি।

সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত ‘দাদাগিরি’র সেটে সম্প্রতি হাজির হয়েছিলেন শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, এবং আকৃতি কক্করের মতো তুখোড় শিল্পীরা। গত রবিবার সম্প্রচারিত হয় এপিসোডটি। সেই এপিসোডের টুকরো ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তার মধ্যেই একটা ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় সিংহলী গান ‘মানিকে মাগে হিথে’ গাইছেন ইমন। তার পরেই শুরু হয় সমালোচনা-কটাক্ষ!

ইমন ‘মানিকে মাগে হিথে’ গাইতে পারেনি বলেই মন্তব্য করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘আগে ডি সিলভার গাওয়া গানটা শুনুন। তারপর গাইবেন। গায়িকা হলেই সব গান গাওয়া যায় না।’ একজন আবার লিখেছেন, ‘মানিকে মাগে হিথে’ যে এত বাজে গাওয়া যায়, তা উনারটা না শুনলে বুঝতাম না!’

যদিও ইমনের অনুরাগীরা এর বিরোধিতা করে লিখেছেন, ‘কিছু মানুষ আছে যারা ইমনদিদির সমালোচনা করার জন্যই লেগে থাকে। এরাই এসব কমেন্ট করছে।’

অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী যে একজন সংগীতপ্রেমী মানুষ, তা সকলেই জানেন। সে কথা মাথায় রেখেই পল্লীগীতি ‘তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে’ গান ধরেন ইমন চক্রবর্তী। তারপর তাতে জুড়ে দেন সিংহলী লোকগীতি ‘মানিকে মাগে হিথে’।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল স্থানীয় সরকার বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা