খেজুরের ভেতর মাদক পাচারের সময় যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২১, ১৮:৩৫

চুয়াডাঙ্গায় অভিনব কায়দায় মাদক পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ মো. জিহাদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে খেজুরের মধ্যে লুকিয়ে এসব মাদক পাচার করা হচ্ছিল। জিহাদ মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার জিহাদ চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি মন্ডলপাড়া গ্রামের মো. ইকবাল মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোডে একটি চায়ের দোকানের সামনে থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ব্যাগে রাখা খেজুরের প্যাকেটের মাঝে বিশেষ কৌশলে রাখা হয়েছিল।

ওসি বলেন, জিহাদ মূলত টাইলসের মিস্ত্রীর কাজ করেন। আর সুযোগ বুঝে মাদক বিক্রি করে। কামরুল নামে এক মাদক কারবারির গ্রুপের হয়ে জিহাদ কাজ করেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :