চোট কাটিয়ে ওয়েলস দলে বেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২১, ১৪:৫৯
অ- অ+

চলতি মাসের ১৩ ও ১৬ নভেম্বর বেলারুশ এবং বেলজিয়ামের বিপক্ষে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ওয়েলস। এর আগেই স্বস্তির খবর পেলো দলটি। নিয়মিত অধিনায়ক গ্যারেথ বেলের চোট সেরেছে। তিনি দুটি ম্যাচই খেলতে পারবেন।

রিয়াল মাদ্রিদের তারকা স্টাইকার বেল হ্যামস্ট্রিং চোট এবং অসুস্থতার কারণে বেশ ভুগেছেন। সেপ্টেম্বরে খেলতে পারেননি নিজ দলের বাছাইপর্বের দুটি ম্যাচ। জাতীয় দলের পাশাপাশি নামা হয়নি ক্লাব ফুটবলেও।

তবে ফেরাটায় দারুণ এক রেকর্ডের হাতছানি দিচ্ছে বেলকে। ওয়েলস দলের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা স্ট্রাইকার।

তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েলস ম্যানেজার রবার্ট পেজ। তিনি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘সে (বেল) এখন পুরোপুরি সুস্থ। দলের মেডিকেল দল আমাদেরকে আশ্বস্ত করেছে। গত সপ্তাহে আমি ব্যক্তিগত ভাবে বেলের সঙ্গে কথা বলেছি। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলার জন্য সবকিছুই সে করছে। সে মাঠেও ফিরেছে। পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে আরো এক সপ্তাহ লাগতে পারে। এটা আমাদের জন্য অনেক স্বস্তির খবর।’

বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের সাথে সমান ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই এর তৃতীয় স্থানে রয়েছে পেজের শীষ্যরা। আগামী ১৩ নভেম্বর প্রথমে ঘরের মাঠে বেলারুশকে আতিথ্য দিবে। এর তিনদিন পর শীর্ষে থাকা বেলজিয়ামের মোকাবেলা করবে ওয়েলস।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা