ওয়ারীতে ৩৭০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ২০:৪৫
অ- অ+

রাজধানীর ওয়ারী এলাকা থেকে মো. মনির নামের এক মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তার কাছ থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব- ১০ এর একটি দল ওয়ারী থানার ৭ নম্বর গলির ৮৯/এ আর কে মিশন রোড এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেলের সিট কভারের ভিতরে ১১ লাখ ১০ হাজার টাকা দামের তিন হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির নামের এক মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক মনির একজন পেশাদার মাদক চোরাকারবারি। তিনি বেশ কিছুদিন ধরে ওয়ারীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা