বিমানযাত্রীর পেটে মিলল দুই হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮
অ- অ+

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীর পাকস্থলী থেকে দুই হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার নাম সঞ্জয় কুমার।

বুধবার বিকালে এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, সঞ্জয় কুমার নামের নভোএয়ারের একটি ফ্লাইটের যাত্রীকে সন্দেহজনক বলে মনে হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

এসময় অভিযুক্ত সঞ্জয় কুমার জানান, তিনি কক্সবাজারের শফিক নামের একজনের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকার মো. আরমান নামের এক ব্যক্তির কাছে চালান পৌঁছে দেওয়ার কথা ছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্তের স্বীকারোক্তি পাওয়ার পর তাকে এক্সরে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এরপরে অভিযুক্ত নিজেই প্রাকৃতিক কাজের মাধ্যমে দুই হাজার ৩৫ পিস ইয়াবা বের করে দেন।

গ্রেপ্তার সঞ্জয়ের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

( ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা