অন্তর্জালে আদর-বুবলীর ‘মায়া মাখা’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ১৪:২৫
অ- অ+

রোমান্টিক থ্রিলার গল্পে ‘তালাশ’ নামে একটি ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শুক্রবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত সে ছবির প্রথম গান।

‘মায়া মাখা’ শিরোনামের ওই গানটিতে উঠে এসেছে আদর আজাদ ও শবনম বুবলীর প্রেমময় যন্ত্রণার গল্প। অনুমান করা গেল তাদের পর্দার রসায়ন। গানটি প্রকাশের পর থেকে এই জুটি সোশ্যাল হ্যান্ডেলে ভাসছেন প্রশংসার জোয়ারে।

গানটি লিখেছেন দর্শকপ্রিয় গীতিকার ও সাংবাদিক রণক ইকরাম। এতে কণ্ঠ দিয়েছেন এ আর রাব্বি। সঙ্গীতায়োজন করেছেন দিন ইসলাম শারুক।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আদর আজাদ। তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো সিনেমায় অভিনয় করেছি তার মধ্যে এটিই আমার চলচ্চিত্রের প্রথম গান মুক্তি পেয়েছে। তাই ভালোলাগাটা একটু বেশিই। শ্রুতিমধুর গানের কথার সঙ্গে মিল রেখে নান্দনিক একটি ভিডিও বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন নির্মাতা। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, ‘মায়া মাখা’ গানটি দর্শকদের নিরাশ করবে না। সবার পছন্দ হবে।’

বুবলী বলেন, ‘এই সিনেমায় যতগুলো গান আছে সবগুলো গানই দর্শকদের পছন্দ হবে। তার মধ্যে অন্যতম একটি গান ‘মায়া মাখা’। এটি আমাদের পুরো টিমের পছন্দের একটি গান। নির্মাতাসহ আমরা মিউজিকের ব্যাপারে বেশ নজর দিয়েছি। বিশেষ করে এই গানটি মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসা পাচ্ছি। মিষ্টি প্রেমের গানটি আশা নয়, বিশ্বাস করি সবার ভালো লাগবে।’

এর আগে গত ৫ জানুয়ারি প্রকাশ পায় সিনেমাটির ফার্স্টলুক। এটি অন্তর্জালে প্রকাশ পাওয়ার পর বেশ প্রশংসিত হয়। ‘তালাশ’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। শিগগিরই দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা