টাঙ্গাইলে ঈদে বাড়ি ফেরা শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২২, ১৯:২৪

টাঙ্গাইলের বাসাইলের ঝিনাই নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। রবিবার দুপুর ১২টার দিকে নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, নৌকাডুবির শিকার সবাই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় যানজটের শঙ্কায় নৌপথে রওনা দেন। চারটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গাজীপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। নৌকাগুলো জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রমকালে পরিত্যক্ত পিলারের আঘাতে একটি নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি তলিয়ে যেতে শুরু করলে যাত্রীরা দ্রুত সাঁতরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, নেীকাডুবির খবর পেয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আমরা খোঁজ নিয়েছি নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন, তাদের মধ্যে অনেকেই পোশাককর্মী। আরও কেউ নদীতে ডুবে নিখোঁজ হয়েছে কিনা সে খবর এখনো পাইনি। তাছাড়া কেউ নিখোঁজের দাবিও করেননি।’

(ঢাকাটাইমস/০১/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :