কর্মব্যস্ত নগরী আবারও সরগরম, সড়কে গাড়ির সংকট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২২, ১৬:৩৫
অ- অ+

ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত নগরীতে ছুটতে শুরু করেছে মানুষ। খুলেছে অফিস আদালত স্কুল কলেজসহ সব প্রতিষ্ঠান। তবে ঈদের ষষ্ঠ দিন রবিবার সবকিছু পুরোদমে সচল হলেও সকাল থেকেই সড়কে গাড়ির চাপ অনেকটাই কম। ফলে গন্তব্যগামী মানুষ পড়েছেন বিপাকে। আবারও রাজধানীর সেই পুরাতন রূপ- গণপরিবহনের গেটে ঝোলাঝুলি বা গাড়ির ভেতরে গা ঘেষাঘেষির চিত্র ফিরে এসেছে।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী গত বুধবার শেষ হয়ে বৃহস্পতিবার থেকে অফিসপাড়ার দরজা খুললেও রাজধানী ও অফিসপাড়ায় মানুষের উপস্থিতি তেমন ছিল না। মূলত বৃহস্পতিবার অফিস শেষ করে শুক্র ও শনিবার আবারও সাপ্তাহিক ছুটি থাকায় বেশিরভাগ মানুষই ছুটি কাটিয়েছেন। ফলে রবিবার থেকেই অফিস পাড়ায় শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। ঈদের টানা ছুটি শেষে বেশির ভাগ মানুষ শনিবার রাজধানীতে ফিরে এসেছেন।

সরেজমিনে রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস পয়েন্ট ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিস বা স্কুল কলেজগামী মানুষ দলে দলে এসে জমা হচ্ছেন। কিছুক্ষণ পর পর একটি দুটি গাড়ি আসছে। কোনো গাড়ি যাত্রী নামাতে স্টপেজে থামছে। আবার কোনো গাড়ি যাত্রী নেওয়ার জায়গা না থাকায় এবং যাত্রী না নামায় থামছেও না।

এদিকে গাড়ির অভাবে রাস্তার পাশে অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে অনেককে। কেউ বা জোর করে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। কেউবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে বিকল্প পথ অবলম্বন করছেন।

মাঝে মধ্যে যেসব গাড়ি পাওয়া যায় সেগুলোতেও যেন পা ফেলার সুযোগ নাই। গেটেও ঝুলছে মানুষ। তবে রাজধানীর সেই চিরচেনা যানজটের পরিস্থিতি নেই।

রাজধানীর কল্যাণপুরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী কাজী কৌশিক ঢাকাটাইমসকে বলেন, আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি মহাখালী যাবো। কিন্তু কোনো গাড়িতে উঠতেই পারছি না। রাস্তায় গাড়ি খুবই কম। যেগুলো আসছে যাত্রীতে ভরা। গেটেও পা দেওয়ার উপায় নেই।

পরিবহন শ্রমিকরাও বলছেন রাস্তাই গাড়ির সংকটের কথা। কিন্তু সংকটের কারণ বলতে পারছেন না তারাও।

রবিবার অফিস ধরতে গত দুদিন ধরে প্রতিদিন নগরে ফিরছে বহু মানুষ। ঢাকায় আসা ট্রেনগুলোতে ছিল উপচেপরা ভিড়। সদরঘাটে প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়েছিল। একই অবস্থা ছিল বাসস্টেশনেও।

ঈদের ছুটি শেষে ঢাকায় কত মানুষ ফিরেছেন তার একটি আনুমানিক সংখ্যা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার বিকালে মোবাইল ফোন অপারেটরদের বরাত দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মোস্তাফা জব্বার জানান, গত দুই দিনে ২০ লাখ সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন।

এদিকে এবার প্রতি বছরই ঈদের ছুটিতে রাজধানীর বাসিন্দাদের মধ্যে বড় একটি অংশ গ্রামের বাড়ি যান। এছাড়া ছুটি কাটাতে যান অনেকে বিদেশে। অনেকেই আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ পর্যটন স্পটগুলোতে ভ্রমণ করেন। গত দুই বছর করোনার প্রভাব থাকায় সাধারণ মানুষের ঈদযাত্রা ছিল না। তবে এবার করোনার প্রভাব কমে যাওয়ায় ঘরমুখো হয়েছেন বিপুল মানুষ।

ঈদের আগে মোস্তাফা জব্বার ফেসবুক পোস্ট দিয়ে জানান, ঈদের ছুটিতে ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ পাঁচ হাজার। আর এর আগের দুদিন ২৯ ও ৩০ এপ্রিল ৩০ লাখ সিম ঢাকার বাইরে গেছে। এ হিসাবে মোট এক কোটির ওপরে সিম ঢাকার বাইরে গেছে।

এছাড়াও যাত্রী পরিবহন নিয়ে তথ্য সংগ্রকারীরা অনুমান করছেন, এবারের ঈদে গড়ে প্রতিদিন প্রায় ৩০ লাখ লোক ঢাকা ছেড়ে গেছেন। সেই হিসাবে চার দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।

ঈদযাত্রা প্রসঙ্গে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, গণপরিহনের সক্ষমতা এবং ওভারলোডসহ সব মিলিয়ে এবার ঈদে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ।

(ঢাকাটাইমস/০৮মে/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালীর আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গুড্ডু আরিফ গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা