নিউমার্কেটে সংঘর্ষ: ঘোষণাতেই সীমাবদ্ধ ত্রিমাত্রিক কমিটি

ওমর ফারুক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২২, ১৯:৩২

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের পর মালিক-ব্যবসায়ী সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের সমন্বয়ে যৌথভাবে একটি ত্রিমাত্রিক কমিটি তৈরির ঘোষণা দেওয়া হয়। ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে এই কোর কমিটি কাজ করবে বলে জানানো হয়। ঘোষণার ২১ দিন পেরিয়ে গেলেও এই কমিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি এখনো।

কমিটির সর্বশেষ তথ্য জানতে যোগাযোগ করা হয় ব্যবসায়ী-মালিকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সঙ্গে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ঈদের ছুটির ফলে কমিটি এখনো পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি। তবে ঢাকা কলেজের সিদ্ধান্তের সঙ্গে সবসময় একাত্ম আছি আমরা। তাদেরকে বলেছি যেকোনো রকম সমস্যা হলে আমাদের জানাতে, যেন একসঙ্গে তার সমাধান করতে পারি।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকাটাইমসকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি এখনো বাস্তবায়ন হয়নি। তবে যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশে থাকবে।

ত্রিমাত্রিক কমিটির আহ্বায়ক ও ঢাকা কলেজ শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার ঢাকাটাইমসকে বলেন, আমরা এখনো পূর্ণাঙ্গ কমিটি তৈরি করিনি। তবে আমাদের সঙ্গে মালিক-ব্যবসায়ী এবং আইনশৃংখলা বাহিনী সবসময় তৎপর হয়ে কাজ করছেন। এছাড়া সংঘর্ষের মামলা এবং তদন্ত চলছে বিধায় কমিটি বাস্তবায়নের কাজ কিছুটা বন্ধ রয়েছে। তবে আশা করছি খুব দ্রুতই আমরা কমিটির পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করতে পারবো।

গত ১৮ এপ্রিল সোমবার রাতে নিউমার্কেটের ওয়েলকাম ফাস্ট ফুড এবং ক্যাপিটাল ফাস্টফুড দোকানের দুই কর্মীর মধ্যে ইফতারের দোকান বসানো নিয়ে সংঘর্ষ তৈরি হয়। পরে ওয়েলকাম ফাস্টফুডের কর্মী ক্ষমতা প্রদর্শনের জন্য ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীকে নিয়ে আসে।

কিন্তু নিউমার্কেটের এক ব্যবসায়ী ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে, এমন সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ শিক্ষার্থী এবং নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। দ্বিতীয় দিন ১৯ এপ্রিল দিনভর চলা এ সংঘর্ষে শতাধিক আহতের পাশাপাশি নিহত হন দুজন।

পরদিন ২০ এপ্রিল সংঘর্ষ না হলেও পুরোটা সময় থমথমে ছিল নিউমার্কেট এলাকা। সেদিন মধ্যরাতে নিউমার্কেট দোকান মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠক হয়। বৈঠকে শিক্ষার্থীদের দেয়া শর্তসাপেক্ষে ২১ এপ্রিল থেকে নিউমার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই বৈঠকেই ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘর্ষ বা সমস্যা এড়াতে ত্রিমাত্রিক কমিটি তৈরির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে ব্যবসায়ী-মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।

(ঢাকাটাইমস/১১মে/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :