ঈদে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রীকে হত্যা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২২, ১৭:৫৪

মুন্সীগঞ্জে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রী আলী হোসেন দেওয়ানকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ইজিবাইক চালক জাকির হোসেন।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এই হত্যাকাণ্ডের পর ছায়াতদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই ধরাবাহিকতায় গতকাল বুধবার রাতে কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে ইজিবাইক চালক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এসএসপি মুক্তা ধর বলেন, গত ৫ মে সিরাজদিখানের লালবাড়ি ব্রিজের ঢালে ইজিবাইকের চালকের দাবি করা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে যাত্রী আলী হোসেন দেওয়ানকে মারধর করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন জাকির।

মুক্তা ধর বলেন, জাকির দীর্ঘদিন ধরে ইজিবাইক চালায়। ঘটনার দিন সকালে ভুক্তভোগী আলী হোসেন দেওয়ান ইছাপুরা চৌরাস্তা থেকে চালক জাকির হোসেনের ইজিবাইক রিজার্ভ করে লালবাড়ি ব্রিজের ঢালে যান। সেখানে পৌঁছে চুক্তি অনুযায়ী ভাড়া দেন নিহত ওই যাত্রী। কিন্তু জাকির হোসেন ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দাবি করে।

যাত্রী আলী অনৈতিকভাবে দাবিকৃত ভাড়া না দিলে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে চালক জাকির ভুক্তভোগী আলী হোসেনকে বেধড়ক মারতে থাকে। তখন চালক জাকির হোসেনের আহ্বানে অপর এক মিশুকচালক সেখানে উপস্থিত হলে দুই চালক মিলে ভুক্তভোগীকে মারতে থাকে। এতে বুকে প্রচুর রক্তক্ষরণ হয়ে যাত্রীর মৃত্যু হয়। পরে তারা পাশের একটি নার্সারির মধ্যে লাশ ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিআইডির এসএসপি বলেন, পরে নার্সারীর মধ্যে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন ভুক্তোভুগী আলী হোসেনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরের দিন ৬ মে আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম অজ্ঞাতনামা ইজিবাইক ও মিশুকের চালকের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/১২মে/এএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :