ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২২, ২২:০৬
অ- অ+

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজলের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কে একদল দুর্বৃত্ত তার ব্যবসাপ্রতিষ্ঠান কিংশুক বিপনীতে ভাঙচুর চালায় ও পিকআপ ভাঙচুর করে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল অভিযোগ করেন, আমি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ ভাঙচুর চালানো হয়েছে। আমার জীবননাশেরও আশঙ্কা আছে।

তিনি বলেন, আমার বাবা মুছা মিয়া একজন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। আমাদের পরিবারে গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি নির্বাচন থেকে পিছ পা হব না।

এ বিষয়ে সদরের ওসি শেখ সোহেল রানা বলেন, পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক বলেন, কে বা কারা ঘটিয়েছে- এ বিষয়ে আমি কিছুই জানি না।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা