সিলেটে ট্রেনে আগুন: ঘটনাস্থল পরিদর্শন তদন্ত কমিটির

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১২ জুন ২০২২, ১৭:৫১| আপডেট : ১২ জুন ২০২২, ১৮:০০
অ- অ+

সিলেটে চলন্ত আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় গঠিত রেলওয়ের দুটি তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমিটির সদস্যরা রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান করেন। এর আগে তারা সকালে

কমিটির সদস্যরা কুলাউড়া এসে পৌঁছেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, দুপুরে কমিটির সদস্যরা শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চলে যান। সেখানে স্থানীয় প্রকৌশলী ও ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বক্তব্য নিচ্ছেন। পাশাপাশি পুড়ে যাওয়া পাওয়ার কার ও বগি দুটি দেখে আলামত সংগ্রহ করবেন।

জোনাল কমিটির প্রধান পূর্বাঞ্চলীয় জোনের চিপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ও বিভাগীয় কমিটির প্রধান পূর্বাঞ্চলীয় জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সদস্যরা সেখানে আছেন।

কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাবু অজয় কুমার পোদ্দার ঢাকা টাইমসকে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চলন্ত পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদঘাটনে আরও ২-৩ দিন সময় লাগবে।এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না।

শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে গাড়ির পাওয়ার কারসহ ৩টি বগি পুড়ে যায়। এই ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের ২টি এবং জেলা প্রশাসক মৌলভীবাজার করেন ৭ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি জোনাল কমিটি এবং বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে বিভাগীয় কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে। প্রতিটি কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ট্রেনে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।

অপরদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনাস্থল পরিদর্শন করে ৭ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি করার কথা জানিয়েছিলেন । সেই কমিটির সদস্যবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট -আখাউড়া সেকশনের শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌছালে চলন্ত ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন লেগে যায়।

মুহূর্তে আগুন ধাউ ধাউ করে জলতে শুরু করে। যাত্রীদের চিৎকার ও আগুনের ধোঁয়া দেখে চালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চৌশাইয়া এলাকায় ট্রেন থামিয়ে দেন। এসময় আতঙ্কগ্রস্ত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ৭ যাত্রী আহত হন।

খবর পেয়ে মৌলভীবাজার সদর, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহাতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবারের এই ঘটনায় ট্রেনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ৪ ঘণ্টা বিঘ্নিত হয়। উদ্ধার কাজ শেষ হলে প্রায় ৪ ঘণ্টা পর বিকেল আনুমানিক পৌনে ৫টায় সিলেট রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের যাত্রীরা জানান, শমসেরনগর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরপরই প্রথমে গাড়ির পেছনের পাওয়ার কারে আগুন লাগে। পরে পেছনের আরও ২টি বগি আগুনে পুড়ে যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটের পর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস লংলা স্টেশনে ও চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়লেও পরে সেগুলো নিজ নিজ গন্তব্যে চলে গেছে।

(ঢাকাটাইমস/১২জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা