নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২২, ১৯:৫৪
অ- অ+

স্বস্তির বৃষ্টিতে ভিজে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নীলফামারীতে প্রাণ গেল দুই শিশুর। নিহতরা হলো- মিজান রহমান (১১) ও শাওন আলী (০৮)।

বুধবার দুপুরে সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

মিজান রহমান বানিয়া পাড়া গ্রামের রফিক ইসলাম এবং শাওন আলী আজিজুল ইসলামের ছেলে।

নিহত মিজান ওই এলাকার পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে মিজান ও শাওন বৃষ্টির পানিতে ভিজে পুকুরে গোসল করতে নামে। এসময় হঠাৎ করে তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাপড়া সরমজানী ইউনিয়ের চেয়রম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ্ ফকির জানান, বেড়াডাঙ্গা এলাকার বানিয়াপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু খবর আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নীলফামারী থানার ওসি আব্দুর রউপ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা