চাঁদপুরে ডিজেল পাচারের অভিযোগে দুজন কারাগারে

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ২০:১১
অ- অ+

ডিজেল পাচারকালে চাঁদপুরে দুজনকে আটক করেছেন কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। আটক ওবায়েদ উল্ল্যাহ ও সুমন সরকারকে পুলিশ শুক্রবার আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাতে চর শহরমালীর মেঘনা নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটকরা হচ্ছেন- মতলব উত্তর উপজেলার দশআনী গ্রামের ওবায়েদ উল্ল্যাহ (৩০) ও সুমন সরকার (২৮)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর সদর থানার চর শহরমালীর মেঘনা নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডিজেল পাচারকালে ১টি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২০ জেরিক্যান (৮০০ লিটার) ডিজেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এ ধরনের তেল চোরকারবারিদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড-এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা