সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের মিছিলে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৭:০৪
অ- অ+

২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই প্রতিবাদ মিছিল জনস্রোতে রূপ নেয়।

প্রতিবাদ মিছিলের মূল কেন্দ্র ছিল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন চত্বর। বুধবার দপুর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মী স্লোগান নিয়ে সেখানে আসতে থাকে।

বিকালের দিকে প্রতিবাদ মিছিল জনস্রোতে পরিণত হয়। মিছিল গড়ায় একদিকে শাহবাগ মোড় অন্যদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সিরিজ বোমা হামলার প্রতিবাদে ‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িক ঠাই না, বিএনপির সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, ‘দেশকে অচল করার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা করা হয়। সেই প্রতিবাদে আজও আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন, ‘বিএনপি জামায়াত অপশক্তি যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দেবে। ১৯৭১ সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। জঙ্গিবাদ উগ্রবাদিতা সন্ত্রাসীদের প্রতিরোধে করতে প্রয়োজনে আবারো মাঠে নামবো।’

প্রসঙ্গত, ২০০৫ সালে সিরিজ বোমা হামলা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আতঙ্ক তৈরি করেছিল। এরপর প্রায় দেড় যুগ হতে চললেও এবারই দিনটি বিক্ষোভ–সমাবেশ ঘোষণা দিয়ে পালন করলো আওয়ামী লীগ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেএ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা