জেলা পরিষদে বিনাভোটে চেয়ারম্যান ২৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৯
অ- অ+

যাচাই-বাছাই শেষে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৭ জন। নির্বাচিতদের প্রায় সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬১ জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯০ জন। এর মধ্যে ২৭ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সমসংখ্যক জেলায় সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৯ জন।

এছাড়া ৬১ জেলায় সাধারণ সদস্য পদে ১ হাজার ৫০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬৮ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হয় ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর।

প্রতীক বরাদ্দের তারিখ রয়েছে ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর চূড়ান্ত ভোট হবে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা