আলীকদমে ‘ট্রফি ভাঙচুর করা’ সেই ইউএনওকে ঢাকায় বদলি

বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে অবশেষে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ভেঙে আলোচনায় আসেন তিনি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে দ্রুত অপসারণ এবং ভূমি রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।
সমাবেশে বক্তারা বলেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বেচ্ছাচারিতার কারণে দ্রুত অপসারণ করতে হবে। তিনি ফুটবল খেলায় পুরস্কারের ট্রফি ভেঙে শুধু খেলোয়াড়ই নয়, সমগ্র বান্দরবানবাসীকে অপমান করেছেন। এই বিষয়ে ইউএনও মেহরুবা ইসলাম দাবি করেন, ফুটবলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের সময় কয়েকজন বলেছে, এই খেলার ট্রাইবেকারের গোল তারা মানে না। আবার খেলতে বললে সেটিও মানতে নারাজ। পরে তাদের সিদ্ধান্ত জানতে চাইলে কয়েকজন বলে ট্রফি দুটো ভেঙে ফেলতে। তাদের অনুরোধে এবং পরিস্থিতি সামাল দিতেই ট্রফি ভেঙেছি।
তিনি আরও দাবি করেন, আমি আলীকদমে যোগদানের পর কিছু অবৈধ গরু পাচারকারীর গরু জব্দ করা হয়েছে। এ ছাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছি। যারা আন্দোলন করছে তারা কোনও খেলোয়াড় নন। বরং কতিপয় গোষ্ঠী যারা আমার কঠোর পদক্ষেপের কারণে অবৈধ ব্যবসা করতে পারছেন না তারাই এসব আন্দোলন করছে।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে কয়েক শ’ দর্শকের সামনে আছাড় মেরে কাপ ভাঙেন ইউএনও। এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

জাফলংয়ে ইসিএভূক্ত এলাকা থেকে বালু উত্তোলন, ৫ নৌকা জব্দ

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

গাজীপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেবেন্দ্র কলেজ শিক্ষকদের কর্মবিরতি

দামুড়হুদায় মেয়েকে কুপিয়ে হত্যার একদিন পর বাবা গ্রেপ্তার

ঘোড়া দিয়ে সরিষার তেলের ঘানি ভাঙিয়ে চলে জিয়াউলের সংসার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন আর নেই
