নোয়াখালীতে পিকআপ চাপায় প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫২
অ- অ+

নোয়াখালীর কবিরহাট পৌর এলাকার বসুরহাট-কবিরহাট সড়কে মালবাহী পিকআপ ভ্যান চাপায় মো. শফি উল্যা (৬৫) নামের একপথচারী নিহত হয়েছেন। ঘটনায় গাড়িটি আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় লোকজন, তবে ঘটনার পর পালিয়ে যায় গাড়ি চালক।

শুক্রবার ভোরে পূর্ব ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শফি উল্যা কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বেপারি বাড়ির নোয়াব আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কবিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন শফি উল্যা। বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে ওঠলে বসুরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির পিকআপভ্যান তাকে পিছন থেকে চাপা দিলে সড়কে পড়ে গিয়ে শফি উল্যা গুরুত্বর আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চালিয়ে যায় গাড়ি চালক। আহত শফি উল্যাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা