চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান: চার প্রতিষ্ঠানকে জরিমানা

চৃয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২২, ১৪:৪৩| আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৪:৫৪
অ- অ+

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গলি ও ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজী ঘর এবং ওহিদ ষ্টোরকে জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকে প্রদর্শন না করায় পুরাতন গলির ভেতরে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজ ঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র অনুমোতি না নিয়ে গুড়া মসলার প্যাকেটের গায়ে মেয়াদ প্রদর্শন করার অপরাধে আল আমিন ষ্টোরকে দুই হাজার এবং কেনার চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে মেসার্স ওহিদ ষ্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগীতা করে জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা