আলফাডাঙ্গায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২২, ১৭:০৬

'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা' এই মূল মন্ত্রকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশের আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভুবেন বাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ আনসার ও ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে অনুষ্ঠানের অতিথিরা উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারদের হাতে কৃতিত্বপূর্ণ ও কষ্টসাধ্য কাজের স্বীকৃতি স্বরূপ বাইসাইকেল, ছাতাসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :