কোক স্টুডিও বাংলায় গাইবেন রুনা লায়লা

আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। আসছে সিজনে কোক স্টুডিওর মঞ্চে দেখা যাবে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাকে। রুনা লায়লা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।
কোক স্টুডিওর উদ্যোগকে খুব চমৎকার উল্লেখ করে রুনা লায়লা বলেন, ‘এর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভালো হয়েছে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘নাসেক নাসেক’গান দিয়ে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। এরপর আট মাসে ১০টি গান দিয়ে শেষ হয় উদ্যোগটির প্রথম মৌসুম।
প্রথম মৌসুমে গান গেয়েছিলেন মমতাজ, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মিজান, অর্ণব, পান্থ কানাই, তাহসান, অনিমেষ, বগা তালেব, ঋতুরাজ, কানিজ খন্দকার, জালালি সেট (ব্যান্ড), মধুবন্তী বাগচী, নিগার সুমি, মাশা ইসলাম, নন্দিতা প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এলএম)

মন্তব্য করুন