বন্দি জঙ্গিদের বিষয়ে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ

কারাগারে বন্দি জঙ্গিরা সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা যেন চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন।
কারা কর্তৃপক্ষের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা অভ্যন্তরে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে। সেই বিষয়ে আপনার সতর্ক থাকবেন।’
‘কারাবন্দি জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের হাজিরার জন্য আদালতে, চিকিৎসার জন্য হাসপাতালে এবং অন্য কারাগারে স্থানান্তরকালে অধিকতর সতর্কতা অবলম্বন করবেন।’
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী কারা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করবেন। কারা অভ্যন্তরে যেন কোনোভাবেই কারা বিধি বহির্ভূত, নিষিদ্ধ দ্রব্য প্রবেশ করতে না পারে সেদিকেও আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।’
এসময় কারা ব্যবস্থাপনা ও বন্দিদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশ-বিদেশের শ্রম বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে কারাগারে বন্দিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দেশের ৩৮টি কারাগারে যুগোপযোগী ৪০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব কারাগারকে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারাগারে বন্দিদের শ্রমে উৎপাদিত পণ্যসমাগ্রী বিক্রির লভ্যাংশের ৫০ শতাংশ অর্থ তাদেরকে মজুরি হিসেবে দেওয়া হচ্ছে। সেই অর্থ তারা পরিবারের কাছেও পাঠাতে পারছেন।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

‘জমজমের পানি’ বিক্রি বন্ধের নির্দেশ ভোক্তার ডিজির

আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর ঢাকা

আবারও শীতের তীব্রতার আভাস

গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ স্যাটেলাইট যুগে ঢুকেছে: প্রধানমন্ত্রী

সময়ের আগেই শেষ হচ্ছে থার্ড টার্মিনালের কাজ

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো-কমানোর ক্ষমতা পেল সরকার

বিজিবির নতুন ডিজির দায়িত্বগ্রহণ

বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে বড় বাধা দুর্নীতি: সিপিডি
